Description
মানুষকে তার মাটি আর সময়ের ওপর দাঁড়িয়েই কথা বলতে হয়। এটাই নিয়তি। স্বাভাবিক। তবু এই স্বাভাবিকতা তার স্বভাবে চলতে পারে না সময়ের কারণে। সেইসব কারণ আবার রাজনীতি, সমাজ আর অর্থনীতির ধারাবাহিকতা ছাড়িয়ে যেতে পারে না। এর ভেতরে থেকেই কবি শাহাদাৎ তৈয়ব লিখে চলেছেন তার সময়ের সঙ্গীত। তিনি উচ্চকিত নন। আবার মৃদু ম্রিয়মাণও নন। তিনি তীক্ষ¥, ধারালো। তার কবিতায় কিছুই লুকানো নেইকিন্তু তা আবার একেবারে খোলাখুলি বা দৃশ্যমান নয়। কিছুটা সময় নিয়েই তাকাতে হয় তার কবিতার দিকে। কবিতা তখনই তার অবয়ব নিয়ে হাজির হয়।তার কবিতা ভাব সমৃদ্ধ। তিনি আধ্যাত্মিক নন, প্রত্নাধ্যাত্মিক। ইতিহাস, ধর্ম, সমকাল, রাজনীতি সৌষ্ঠব নিয়ে তার কবিতায় দণ্ডায়মান। তার কবিতা ভাবালুতাক্রান্ত নয়। অসম্ভব কল্পনার বাহুল্যমুক্ত তার কবিতা। কিছু কিছু লেখা পারদের মতো ছড়িয়ে আছে। খেয়াল করলে দেখা যাবে সেগুলোর ভেতরে অন্তর্লীন হয়ে আছে গোপন এক টান। এই টান পাকা চোখ ছাড়া ধরা পড়ে না। তাই বলে বিক্ষিপ্ত নয় তার কবিতা। রাজনীতি, ধর্ম, প্রত্নাধ্যাত্মিক, নাগরিক পরিস্থিতি তার কবিতার অনেকটা জুড়ে আছে। সময়ের অনিবার্যতা, দ্বন্দ¦ ক্ষরণ সব মিলিয়েই এই কবির প্রয়াস প্রকৃত কবিতার অভিমুখে যাত্রা করেছে। তার কবিতার ওপর মজবুত হবে আমাদের সম্মিলিত বিশ্বাসের ভিতকোথাও কোনো শূন্যতা নাই
Reviews
There are no reviews yet.