Description
সালাত দ্বীনের অন্যতম ভিত্তি। সালাত ইসলাম ও কুফরের মাঝে পার্থক্যকারী। সালাত বান্দা ও তার রবের মাঝে সেতুবন্ধন। সালাত আল্লাহর নৈকট্যলাভের সর্বোত্তম মাধ্যম। সালাত রাসুল সা.-এর মৃত্যুশয্যার অসিয়ত। হাশরের মাঠে বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। সালাত বান্দাকে যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।
সালাত প্রিয় নবিজির সুন্নাহ অনুসরণে সঠিক পদ্ধতিতে আল্লাহর মহান এক হুকুম পালনের নাম। যা জীবনের লক্ষ্য-উদ্দেশ্য ঠিক করে দেয় এবং বান্দাকে সর্বদা আল্লাহর সামনে উপস্থিত বলে মনে করিয়ে দেয়। ইমাম আহমাদ বিন হাম্বল রহ. যথার্থই বলেছেন, ‘নিশ্চয় সালাতের প্রতি মানুষের যতটুকু মূল্যায়ন রয়েছে, ইসলামের প্রতি তার ততটুকুই মূল্যায়ন রয়েছে। সালাতের প্রতি তার যতটুকু আগ্রহ রয়েছে, ইসলামের প্রতিও তার ততটুকুই আগ্রহ রয়েছে।’
সুতরাং আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত, সালাতের প্রতি আমার কতটুকু মূল্যায়ন রয়েছে আর কতটুকু আগ্রহের সাথে আমি সালাত আদায় করে থাকি? সালাত আদায়কালে আমার অন্তরে কি এ অনুভূতি জাগ্রত হয়, আমি মহান প্রতিপালক আল্লাহর সামনে দণ্ডায়মান আর তিনি আমাকে দেখছেন?! বান্দার মাঝে যখন এ অনুভূতি জাগ্রত হবে, তখনই সে সালাত আদায়ে অধিক মনোযোগী হবে; অন্তরে অনেক বেশি প্রশান্তি ও স্বাদ অনুভব করবে। বেঁচে থাকতে পারবে সকল অশ্লীল ও গর্হিত কাজ থেকে।
ড. খালিদ আবু শাদি রচিত (أول مرة أصلي)—যার বাংলা অনুবাদ : ‘আমার প্রথম সালাত আমার প্রথম ভালোবাসা’
Reviews
There are no reviews yet.