Description
এপারের দুনিয়া ওপারের অন্তহীন সফরের পরীক্ষাগৃহ। পরপারের চিরস্থায়ী শান্তির জন্য প্রয়োজন সাওয়াবের রসদ। কিন্তু দুনিয়ার মিছে মরীচিকা, নফস ও শয়তানের কুমন্ত্রণার কুহেলিকায় প্রলুব্ধ হয়ে আমরা এই চিরসত্য কথাটি ভুলে যাই।
জড়িয়ে যাই গুনাহের পঙ্কিলতায়। গুনাহের গলিপথ থেকে হিদায়াতের আলোকিত রাজপথে ফিরে আসতে তাওবার বিকল্প নেই। তাওবা অন্ধকার পথে বিচ্ছুরিত দীপক মশাল। পরকালীন মুক্তির বিকনবাতি।
বোধের মর্মমূলে, হৃদয়ের অন্দরমহলে ও চিন্তার কোষে কোষে চেতনার রেখাপাত ব্যতীত তাওবা অর্থহীন। দীনি দরদে, বিগলিত হৃদয়ে, মমতার আলতো স্পর্শে, অশ্রুর নোনাজলে রচিত হয়েছে তাওবার উপাখ্যান, ‘আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন’।
Reviews
There are no reviews yet.