Description
দৈনন্দিন জীবনে নানান সমস্যা মোকাবিলা করতে গিয়ে আমরা বড্ড সিরিয়াস হয়ে পড়ি। কারও মন জয় করার জন্য এবং যেকোন পরিস্থিতিতে সহজ ভান আনার জন্য কৌতক হচ্ছে সবচেয়ে কার্যকরী অস্ত্রা কৌতক পরিবেশন করা একটা আর্ট বা শিল্প। কষ্টের চেয়ে আনন্দের পান্না ভারি করতে জৌতক দারুণ্য একটা উপলক্ষ হতে পারে। এর মাধ্যমে বুদ্ধিদীপ্ত মনও গড়ে ওঠে। কৌতক বলা ও শোনার মধ্য দিয়ে আমরা সমস্যাসঙ্কুল জীবনে হাসিখুশি থাকতে পারি, রসবোধকে জাগিয়ে তুলতে পারি কৌতকের ক্ষেত্রে অনেক আগতিকর কথাও অনায়েসে বলা যায়। শুধু স্থান-কাল-পাত্র একটুখানি বিবেচনায় রাখতে হয়। আমার এই ভাবনা থেকেই চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেরা ফাটাফাটি কৌতকগুলো মলাটবন্ধী করার স্বপ্নের বাস্তবায়ন। প্রিয় পাঠক, কৌতকগুলো কোনভাবেই বাস্তব জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন না। আমার এ চেষ্টা কেবল মনখুলে হাসার জন্য। বইটি তৈরি করতে বিভিন্ন পত্রপত্রিকা, ইন্টারনেট এবং দেশি বিদেশি অনেক লেখক ও শিল্পীর শিল্পকর্মের সহযোগীতা নিয়েছি। সেসন লেখক ও শিল্পীর কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Reviews
There are no reviews yet.