Description
ভিন্ন ভিন্ন পরিবার ও সামাজিক স্তর থেকে আসা চার বন্ধু— আনন্দ, সুদীপ, জয়িতা, কল্যাণ। নকশালবাড়ি আন্দোলনের ব্যর্থতাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতঃ নিজেরা আয়োজন করে এক বিপ্লবের, যার মধ্য দিয়ে ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে মুক্তির পথ খুঁজতে মরিয়া হয়ে ওঠে তারা।
প্রত্যেকের চিন্তাভাবনার সীমাহীন বৈচিত্রতা থাকা সত্ত্বেও একটা ‘ইন্টারসেকশন’ পয়েন্ট ছিল, যেখানে তারা সবাই সাম্যবাদকে উপজীব্য করে সামনে আগাতে চেয়েছিল। কিছু বিচ্ছিন্ন(!) ঘটনা ঘটিয়ে জনসাধারণের টনক নাড়ানোর চেষ্টা করে চার বন্ধু। পরবর্তীতে পুলিশের ভয়ে আশ্রয় নিতে হয় বিদেশ-বিভুঁইয়ে। অস্তিত্ব রক্ষার্থে অন্ধকারাচ্ছন্ন এক সমাজে যেয়ে ঠাঁই নিতে হয় তাদেরকে। সেখানে তারা তাদের লব্ধিত সব শিক্ষা প্রয়োগ করার দুঃসাহস করে ফেলে। এতে কতটুকু সফলতা অর্জন তারা করে, জানতে চাইলে দ্রুত পড়ে ফেলুন অসাধারণ এই বইটি।
Reviews
There are no reviews yet.