Description
হযরত উবাই ইবনে কাব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি নাবি কারীম সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম। তখন এক গ্রাম্য ব্যক্তি এসে বললো, হে আল্লাহর নবী, আমার ভাই ব্যাথায় আক্রান্ত। সে বলল, তার একটু পাগলামীও রযেছে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। ঐ ব্যক্তি তাকে রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসালেন। তখন রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা…… পাঠ করে রুকইয়াহ করে দিলেন। তখন ঐ অসুস্হ ব্যক্তি সুস্হ হয়ে দাড়িয়ে গেলেন। আর এমনভাবে সুস্হ হয়ে গেলেন যে, পূর্বে তার যেন কোন অসুস্থতাই ছিলনা।
মুসনাদে আহমদ হাদিস নং ২১১৭৪
Reviews
There are no reviews yet.