Description
বাচ্চাদের অসৎ সঙ্গ থেকে দূরে রাখো। সব সময় খেয়াল রেখো, তার তবিয়ত যেন অন্য কোনো দিকে আকৃষ্ট না হয়। জিদ ধরলে তার সামনে নতি স্বীকার করো না। আর চাইবার আগেই তার ইচ্ছা পূরণ করে দাও, যাতে তার ভেতর জিদ সৃষ্টি না হয়। তার সঙ্গে আচরণে পরিস্থিতির দিকে এতটা খেয়াল রাখবে, যাতে তোমার থেকে নির্ভয় না হয়ে যায়। তোমার ইশারাই যেন যথেষ্ট হয়। খুব বেশি মারধোর করবে না কিংবা বকবে না। এতে সে বেহায়া হয়ে যাবে। ব্যস! ইশারা-ইঙ্গিতের সাহায্য গ্রহণ করো। সব সময় বাঁকা কথা বলো না। ছোটখাটো দোষ-ত্রুটির ব্যাপারে তাকে বুঝিয়ে বলো। (এটা করতে নেই কিংবা এ ধরনের বলতে নেই।) ক্রোধান্বিত অবস্থায় এমন বাজে ও বেহুদা কথা বলো না, যাতে সারা জীবন তোমাকে পস্তাতে হয়। তার কথা শুনে কিংবা তার পক্ষ হয়ে কাউকে গাল-মন্দ করো না। শিশুকে গ্রহার করার পরক্ষণেই হাসবে না এবং তার সঙ্গে খুব বেশি খোলামেলাভাবে আচরণ করো না। এতে তোমার প্রতি তার যে গুরুত্ববোধ ও সম্রমবোধ ছিল তা উঠে যাবে। তুমি যে তাকে ভালোবাস তা তাকে বুঝাও, কিন্তু তুমি যে তার প্রতি দুর্বল তা তার সামনে প্রকাশ করো না। সমস্ত ছেলে-মেয়েকেই এক নজর ও এক দৃষ্টিতে দেখবে। একের ওপর অন্যকে অগ্রাধিকার কিংবা প্রাধান্য দেবে না। এতে প্রাধান্যপ্রাপ্ত শিশুটি অন্যদের ছোট ও অবজ্ঞা করতে
শিখবে। বাচ্চারা যা চাইবে তাই পূরণ করা বড় রকমের ভুল। একে ভালোবাসা বলে না, বরং এ শত্রুতারই নামান্তর।
Reviews
There are no reviews yet.