Description
‘খেলা নিয়ে লেখেন সাধারণত খেলার সঙ্গে সম্পৃক্ত সাংবাদিকরা। সারাক্ষণ জিনিসটার সঙ্গে লেগে থাকেন বলে তারা সব সময় টেবিলের এক পাশ থেকে ব্যাপারটা দেখেন, সাধারণ দর্শকের চাহিদার সঙ্গে তাদের একটা পার্থক্য তৈরি হয়ে যায়। প্রভাষ ভাই খেলা দেখেন দর্শক-সমর্থকের মতোই ভালোবাসা নিয়ে আর তাই লেখাগুলোতে তাদের মনের কথা উঠে আসে অনেক বেশি। খেয়াল করে দেখেছি তিনি কোনো কোনো লেখায় এমন অনেক বিষয়ে দৃষ্টিপাত করেছেন, যেটা মূল ধারার ক্রীড়া সাংবাদিকদের চোখেই পড়েনি। প্রাঞ্জল ভাষা, ঝরঝরে গদ্য, নির্মেদ বর্ণনা মিলিয়ে সেগুলো এত সহজবোধ্য হয় যে পাঠক সংযুক্ত হয়ে যায় খুব সহজে। মনে হয়, আরে, এ তো আমারই কথা! আমি ঠিক যেমনটা ভেবেছিলাম…। আর তাই এগুলো শেষ পর্যন্ত একজন সাংবাদিক বা বোদ্ধার লেখা নয়, একজন প্রেমিকের লেখা, যে তার পুরোনো প্রেমকে বুকে লুকিয়ে রেখেছে সযত্নে।’
মোস্তফা মামুনI
Reviews
There are no reviews yet.